জনশুমারি ও গৃহগণনা -2021' প্রকল্পের আওতায় শুমারীকর্মী (তালিকাকারী/ গণনাকারী ও সুপারভাইজারদের) পারিতোষিক/ সম্মানী মোবাইল ব্যাংকিং/অনলাইন এর মাধ্যমে প্রদান প্রসঙ্গে।
'জনশুমারি ও গৃহগণনা -2021' প্রকল্পের আওতায় শুমারীকর্মী (তালিকাকারী/ গণনাকারী ও সুপারভাইজারদের) পারিতোষিক/ সম্মানী মোবাইল ব্যাংকিং/অনলাইন এর মাধ্যমে প্রদান সংক্রান্ত বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেডের সাথে 'জনশুমারি ও গৃহগণনা-2021' প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা বিকাশ ( Bkash)এর মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড বাস্তবায়ন করবে।
যেসকল শুমারিকর্মীর মোবাইল ব্যাংকিং একাউন্ট নেই অথবা সচল নেই তাদের বিকাশ মোবাইল অ্যাকাউন্ট খোলার জন্য অনুরোধ করা হলো।